পলাশবাড়িতে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়ার মৃত্যু
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৪:১৩ পিএম
![পলাশবাড়িতে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়ার মৃত্যু](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/20/image-818351-1719549148.jpg)
নিহত রুবেল মিয়া
গাইবান্ধার পলাশবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত রুবেল মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, নারী-ঘটিত একটি বিষয় নিয়ে (কিশোর প্রেম) ঈদের পর দিন দুপুরে বোর্ড বাজার এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাজা মিয়া, লিটন মিয়া, রুবেল মিয়াসহ অন্যরা ঘটনার প্রতিবাদ জানালে দুষ্কৃতকারী দুদু মিয়া, শামসুল আলম, আইয়ুব হোসেন, আবু সাঈদসহ অনেকে তাদের ওপর হামলা করে।
পলাশবাড়িতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ১৫, বাড়িঘর ভাংচুর
ওসি জানান, এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়া রুবেল মিয়াকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল এবং পরে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। ঢাকার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান রুবেল। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের (রাজা মিয়া) স্ত্রী বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা করেছেন।
ওসি আজমিরুজ্জামান আরও বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।