Logo
Logo
×

সারাদেশ

নির্বাচিতরা কোনো দলের না, উপজেলার চেয়ারম্যান: আনিসুল ইসলাম

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১১:০০ পিএম

নির্বাচিতরা কোনো দলের না, উপজেলার চেয়ারম্যান: আনিসুল ইসলাম

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তারা কোনো দলের চেয়ারম্যান না, গোটা উপজেলার চেয়ারম্যান। 

তিনি আরও বলেন, যদিও আপনাদের ব্যক্তিগত রাজনৈতিক আছে, তা আমি বুঝি। কিন্তু সেই রাজনৈতির সঙ্গে উপজেলার কর্মকাণ্ডের কোনো কিছু থাকবে না। আপনাদের থাকবে রাজনৈতিক দর্শন; যে রাজনৈতিক দর্শন দিয়ে প্রধানমন্ত্রী এ দেশকে এগিয়ে নিতে চান। আমরা সেই রাজনৈতিক দর্শনকে সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করব।  

বুধবার বেলা ৩টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম এসব কথা বলেন। 

উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিদায়ী প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস গনি চৌধুরী, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন জীবন ও সাজেদা বেগম।

প্রধান শিক্ষক শিমুল মহাজনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম মশিউজ্জামান, ওসি মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, জাতীয় পার্টির আহ্বায়ক মো. আলমগীর, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোর্শেদ তালুকদার, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া এবং হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিউল আলম। 

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম