Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণ মামলার আসামি স্কুলশিক্ষক বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৩:৪৮ পিএম

ধর্ষণ মামলার আসামি স্কুলশিক্ষক বরখাস্ত

মামলা তুলে না নিলে বাদী ও তার বিধবা মাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ধর্ষণ মামলার জেলহাজতে থাকা আসামি এবিএম জাকারিয়ার বড় ভাই ফোরকান মিয়া। শনিবার মামলার বাদী আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এমন লিখিত অভিযোগ করেছেন। 

অপরদিকে এ মামলায় শিক্ষক এবিএম জাকারিয়া গ্রেফতার হওয়াতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বরগুনা জেলা শিক্ষা অফিসার আব্দুল মুকিত মোল্লা তাকে এ বরখাস্ত করেছেন। 

মামলার বাদী বলেন, মামলা তুলে না নিলে ফোরকান ও তার সহযোগীরা আমাকে ও আমার বিধবা মাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি পুলিশ প্রশাসনের কাছে আমার ও আমার মায়ের জীবনের নিরাপত্তা চাই। 

হুমকি দেওয়ার কথা অস্বীকার করে ফোরকান বলেন, এ বিষয়ে আমার সঙ্গে কারও কথা হয়নি। এগুলো মিথ্যা।   

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা শিক্ষা অফিসার আব্দুল মুকিত মোল্লা বলেন, উপজেলা শিক্ষা অফিসারের প্রতিবেদন পেয়ে জাকারিয়াকে বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ধর্ষণ মামলা আসামি স্কুলশিক্ষক বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম