Logo
Logo
×

সারাদেশ

আইএফআইসি ব্যাংকের ভোল্ট ভেঙে চুরির ঘটনায় মামলা 

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৭:২৪ পিএম

আইএফআইসি ব্যাংকের ভোল্ট ভেঙে চুরির ঘটনায় মামলা 

আইএফআইসি ব্যাংক মাটিডালি (বগুড়া) উপশাখা। ছবি : সংগৃহীত

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় ভোল্ট ভেঙে ২৯ লাখ টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। 

ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার নজরুল ইসলাম বৃহস্পতিবার রাতে সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে এ মামলা করেন। 

গত বুধবার গভীর রাতে শহরের মাটিডালি বিমান মোড় এলাকার ওই উপশাখায় চুরির ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত কূলকিনারা হয়নি। 

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে অভিযান চলছে। তবে শুক্রবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সিসিটিভি ফুটেজ দেখে আইএফআইসি ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক তাজমিলুর রহমান জানান, বুধবার রাত আড়াইটার দিকে দুই দুর্বৃত্ত গায়ে পলিথিন জড়িয়ে দ্বিতল ভবনের টিনশেডের সিঁড়ি ঘরের ইট খুলে ভেতরে ঢোকে। ভোল্ট ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নেয়। পরিচয় গোপন করতে তারা মুখে বেলচা ধরে ব্যাংক থেকে বেরিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কর্মচারীরা শাখায় এলে চুরির ঘটনা টের পান। পরে ব্যাংক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম