Logo
Logo
×

সারাদেশ

ঈদে যাত্রীসেবায় রংপুরে পুলিশ ও র‌্যাবের উদ্যোগ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১০:৩৩ পিএম

ঈদে যাত্রীসেবায় রংপুরে পুলিশ ও র‌্যাবের উদ্যোগ

ঈদে ঘরমুখো মানুষের হয়রানি ও টিকিট কালোবাজারি বন্ধ, পকেটমার, মলমপার্টি, অজ্ঞানপার্টির দৌরাত্ম্য রোধসহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ ও র‌্যাব। রংপুর নগরে সাবকন্ট্রোল রুম চালু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-১৩।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় নগরীর মডার্ন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রেপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী।

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১৩ এর অধিনায়ক কামরুল হাসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকি ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, ট্রাফিক দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার নজরুল ইসলাম, কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, ট্রাফিক দক্ষিণের টিআই কেরামত আলী, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো, জেলা মোটর মালিক সমিতির সহ-সভাপতি একে চৌধুরী ক্যাপ্টেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদসহ অন্যরা।

সাব-কন্ট্রোল রুমের মাধ্যমে ঈদে ঘরে ফেরা মানুষ ও ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরত যাওয়া যাত্রীদের নানা সেবা প্রদান করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম