Logo
Logo
×

সারাদেশ

ডোবায় ডলফিন!

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৮:১৪ পিএম

ডোবায় ডলফিন!

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডোবায় বটলনোজ প্রজাতির একটি জীবিত ডলফিন পাওয়া গেছে; যার দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। 

বৃহস্পতিবার বিকাল ৩টায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে আন্ধারমানিক নদীসংলগ্ন ডোবায় ওই ডলফিনটি ভেসে আসে। 

খবর শুনে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা বিকালে আন্ধারমানিক নদীসংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিনটি অবমুক্ত করেন।

টিমের সদস্য আল মনজির জানান, জেলেদের জালে আটকে ডলফিনটি আহত হলে পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকেছে বলে তার ধারণা। এর আগে কখনো দক্ষিণাঞ্চলের ডোবায় এভাবে ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম