সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় চলন্ত বাসে আগুন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৪:২৩ এএম
![সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় চলন্ত বাসে আগুন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/13/image-816244-1718231035.jpg)
সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহণ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার দুপুর ১২টার দিকে মহাসড়কের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে এ আগুনের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করার কারণে প্রচন্ড গরমে ইঞ্জিন গরম হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ সময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, চালক ও সহকারীসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, মেঘনা টোলপ্লাজায় দুপুরের দিকে তিশা পরিবহণের বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকায় যাচ্ছিল। এ সময় বাসটি মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছলে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে যাত্রীরা বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।