Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনি সহিংসতায় রণক্ষেত্র মঠবাড়িয়া, আহত অর্ধশতাধিক

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১০:৪৮ পিএম

নির্বাচনি সহিংসতায় রণক্ষেত্র মঠবাড়িয়া, আহত অর্ধশতাধিক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে এ হামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

গত রোববার এ উপজেলায় স্থগিত হওয়া তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন নানা স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ও নির্বাচন পরবর্তী মঙ্গলবার দুপুর পর্যন্ত সহিংসতার ঘটনায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

বর্তমানেও উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত হামলা পাল্টা হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

জানা যায়, নির্বাচনের দিন চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) ও বায়েজিদ আহম্মেদ খানের (দোয়াত-কলম) সমর্থকদের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে অর্ধশত আহত হন। উভয়পক্ষের গুরুতর আহত ৩৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম জানান, গুরুতর আহত উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ইউপি সদস্য শহিদুল ইসলাম (৫০), চড়কগাছিয়া গ্রামের ওয়াজেদ আলীর পুত্র আইনজীবী সহকারী আব্দুল আউয়াল (৫০), বাদুরা গ্রামের মান্নান হাওলারের ছেলে কলেজছাত্র রোহান (২৫), বড়শিংঙ্গা গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে নুরুল হক (৬৫), টিকিকাটা গ্রামের ইউসূফ আলীর ছেলে আল আমিন (৫০) ও বুড়িরচর গ্রামের আওলাদ হাওলাদারের ছেলে কলেজছাত্র নাজমুলকে (২৪) বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

এদিকে মঙ্গলবার উপজেলার বাদুরা গ্রামের প্রতিপক্ষের হামলায় নারীসহ আটজন গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহত শহিদ পঞ্চায়েতকে সংকটজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এছাড়া নির্বাচনপরবর্তী সোমবার সকালে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দধিভাঙ্গা বাজারসংলগ্ন এলাকায় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আব্দুল হালিম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। নির্বাচনপরবর্তী যেকোনো সহিংস ঘটনা পুলিশ কঠোরভাবে দমন করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম