Logo
Logo
×

সারাদেশ

রংপুরে মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার, ভগিনীপতিসহ গ্রেফতার ২

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১০:৪২ পিএম

রংপুরে মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার, ভগিনীপতিসহ গ্রেফতার ২

ফাইল ছবি

রংপুরের পীরগাছা উপজেলায় নিখোঁজের আট দিন পর রুবেল মিয়া (১৫) নামে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভগিনীপতি হাসান আলী আপেল ও সোহাগ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের মদকপাড়া গ্রামের একটি ধানখেত থেকে গ্রেফতার ভগিনীপতির দেওয়া তথ্যের ভিত্তিতে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত রুবেল মিয়া ছোট কল্যাণী তালতলা গ্রামের বেলাল হোসেনের ছেলে। পারিবারিক দ্বন্দ্বের কারণে রুবেলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২ জুন রাত ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রুবেল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাবা বেলাল হোসেন গত ৩ জুন দুপুরে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ডায়েরির সূত্র ধরে নিহতের ভগিনীপতি হাসান আলী আপেলকে সন্দেহভাজন হিসেবে সোমবার দুপুরে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা বেলাল হোসেন বলেন, তার ছেলে স্থানীয় বড়দরগা বাজারে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ক্লাস করার জন্য ২ জুন রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় বলেন, নিখোঁজের পর থেকে বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে ১৫ লাখ টাকা দাবি করেন রুবেলের ভগিনীপতি হাসান আলী আপেল। পারিবারিক দ্বন্দ্বের কারণে রুবেলকে গলা কেটে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আসল রহস্য উদঘাটন হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম