Logo
Logo
×

সারাদেশ

১০ বছরের সাজা থেকে বাঁচতে ৩১ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

Icon

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৯:২২ পিএম

১০ বছরের সাজা থেকে বাঁচতে ৩১ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

গ্রেফতার আবদুল মতিন পাটোয়ারী। ছবি-যুগান্তর

কুমিল্লার মনোহরগঞ্জে দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আবদুল মতিন পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ১০ বছরের সাজা মাথায় নিয়ে ৩১ বছর আত্মগোপনে ছিলেন।

রোববার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আবদুল মতিন পাটোয়ারী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২নং সরশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাউপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। 

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, আসামির বিরুদ্ধে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগে কোতোয়ালি থানার একটি মামলা হয়। এ মামলায় আদালত তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে আসামি পলাতক ছিলেন। তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মনোহরগঞ্জ থানা পুলিশ ৯ জুন রোবাবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম