কাভার্ডভ্যান ভর্তি গাঁজাসহ আটক দুই মাদককারবারি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১১:২০ পিএম
নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে কাভার্ডভ্যানভর্তি ১০১ কেজি (আড়াই মণ) গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে শনিবার রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)।
রোববার (৯ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যক্তির পুকুরের আশপাশে একটি কাভার্টভ্যানযোগে গাঁজার
একটি চালান হস্তান্তর করার খবর জানতে পারে। পরে সন্তোষপাড়া পাকা রাস্তায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সুমন বাপ্পি ও টুয়েল মণ্ডলকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় পলাতকদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।