অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১০:৩৫ পিএম
![অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/09/image-814914-1717950911.jpg)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সুলতানগঞ্জ গ্রামে শ্বশুরবাড়ি থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাকিব মৃধাকে আটক করা হয়েছে।
রোববার সকালে স্থানীয়দের কাজ থেকে খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, দুই বছর আগে কলাপাড়ার পূর্ব ধুলাসার গ্রামের নুরু ফরাজীর মেয়ে আমেনার সঙ্গে সাকিবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমেনার ওপর অত্যাচার চালাত স্বামী।
নিহত গৃহবধূর বাবা নুরু ফরাজী অভিযোগ করেন, তার মেয়েকে হত্যার পর টেনেহিঁচড়ে এনে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। সাত মাসের অন্তঃসত্ত্বা কোনো মা আত্মহত্যা করতে পারে না। তারা হত্যাকারীর শাস্তি দাবি করেন।
কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ বলেন, শনিবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।