Logo
Logo
×

সারাদেশ

আবুধাবিতে হিটস্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:২০ পিএম

আবুধাবিতে হিটস্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

আবুধাবিতে মো. মানিক (৪০) নামে এক বাংলাদেশির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৩টায় তিনি হিটস্ট্রোক করলে ওই দেশের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।

মৃত মানিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলী মিয়াজি বাড়ির মৃত ফয়েজুল্লাহর ছেলে। তিনি আবুধাবিতে কনস্ট্রাকশনের কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মানিক ১৫ বছর ধরে প্রবাসে কনস্ট্রাকশনের কাজ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম তিনি। আবুধাবিতে কনস্ট্রাকশনের কাজ করার সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মানিকের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম