বাজেটকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশত
আনোয়ারা ও কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১০:২৫ পিএম
চট্টগ্রামের আনোয়ারায় দুই গ্রুপের সমাবেশে স্থানীয় সংসদ-সদস্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থকদের ওপর অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আহত হয়েছেন অর্ধশত। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এমএ হান্নান মঞ্জু চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাজউদ্দীন, যুবলীগ নেতা ব্যাংকার সাইফুল।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে বন্দর কমিউনিটি সেন্টারে একই স্থানে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সমর্থকরা এবং অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা খানের সমর্থকরা সমাবেশের আয়োজন করেন। দুপুর থেকে এ সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা দেখা যায়।
সরেজমিন দেখা যায়, বিকাল ৪টায় সমাবেশ শুরু হওয়ার পর উভয়পক্ষ উসকানিমূলক স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ উভয় গ্রুপের মাঝে ব্যারিকেড দেয়। কিছুক্ষণ পর ওয়াসিকা গ্রুপের সমর্থকরা লাঠিসোটা নিয়ে জাবেদ গ্রুপের সমর্থকদের হামলা করেন। এ সময় ওয়াসিকা গ্রুপের সমর্থকরা সাংবাদিকদেরও লাঞ্ছিত করেন।
জাবেদ গ্রুপের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী জানান, তারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে। এতে মান্নান চৌধুরী, শাহাদাত হোসেন, সাইফুল গুরুতর আহত হয়েছেন। এছাড়া আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
হামলার বিষয়টি অস্বীকার করে ওয়াসিকা গ্রুপের অনুসারী কাজী মুজাম্মেল হক জানান, আমরা বাজেটকে স্বাগত জানিয়ে প্রোগ্রাম দিয়েছি। একই স্থানে তারাও প্রোগ্রামের ঘোষণা দেয়। তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এসময় আমাদের টিপুসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ জানান, সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পরে তারা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে সংঘর্ষে জড়ান। এরপর অল্প সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা টানেল চত্বরে মিছিল এবং সমাবেশ করে ওয়াসিকা গ্রুপের সমর্থকরা।