টুঙ্গিপাড়ায় ২৪ প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৪, ১০:০০ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নের লক্ষ্যে ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের রাউটার, সাউন্ড বক্স, কি-র্বোড, মাউস ও মাল্টিপ্লাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।
এ সময় তিনি বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুমে গ্রাফ ও ছবি সুন্দরভাবে প্রর্দশন করা যায়। এছাড়া শ্রেণিকক্ষে সামনে ও পেছনের বেঞ্চে বসা শিক্ষার্থীরা সমানভাবে ক্লাস উপভোগ করতে পারবে। এসব বিষয় মাথায় রেখে উপজেলার ২৪টি প্রাথমকি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজলোর বাকি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এসব উপকরণ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চলনায় উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, মহিলা ভাইস-চেয়ারম্যান পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌরসভার কাউন্সলির ফায়েক শেখ প্রমুখ বক্তব্য রাখেন।