Logo
Logo
×

সারাদেশ

রেমাল: জোয়ার-জলোচ্ছ্বাসে ভেসে গেছে ৩৫ হাজার ঘেরের মাছ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:৩৭ পিএম

রেমাল: জোয়ার-জলোচ্ছ্বাসে ভেসে গেছে ৩৫ হাজার ঘেরের মাছ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাটে জলোচ্ছ্বাসে ৩৫ হাজার মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে। এতে ৭৩ কোটি টাকার ক্ষতি নির্ধারণ করছে মৎস্য বিভাগ। এ ছাড়া মৎস্য ঘেরের পাড়েরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

চাষিদের তথ্য অনুযায়ী চিংড়ি অধ্যুষিত রামপাল উপজেলায় সব থেকে বেশি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপাল উপজেলার দক্ষিণ মল্লিকের বেড়ে গ্রামের মাছচাষি মোহাম্মদ রেদওয়ান মারুফ বলেন, ঝড় জলোচ্ছ্বাসে ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার সবাই প্রায় নিঃস্ব হয়ে গেছেন। আর কয়েকটা দিন পরেই আমরা মাছ বিক্রি করতে পারতাম, কিন্তু রেমাল আমাদের শেষ করে দিয়ে গেল।

জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল বলেন, রেমালের প্রভাবে বাগেরহাটের মৎস্যচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আমরা ৭৩ কোটি টাকার ক্ষতি নিরূপণ করেছি। রামপাল, মোংলা, মোড়লগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলার মৎস্যচাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩৫ হাজার মৎস্য ঘের ভেসে গেছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম