Logo
Logo
×

সারাদেশ

বারকি শ্রমিকের আত্মহত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:২৭ পিএম

বারকি শ্রমিকের আত্মহত্যা

তাহিরপুরে ঋণের চাপ সইতে না পেরে বিল্লাল মিয়া (৩০) নামে এক বারকি শ্রমিক আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিল্লাল উপজেলার বাদাঘাট ইউনিয়নের লোহাজুরী ছড়ারপাড় গ্রামে নায়েব আলীর ছেলে। 

নিহতের মামা আমির মিয়া জানান, উপজেলার লোহাজুরী ছড়ারপাড় গ্রামের বাসিন্দা জাদুকাটা নদীর বারকি শ্রমিক বিল্লাল শনিবার দিবাগত রাতের কোনো একসময় বসতবাড়ির পাশে থাকা গামাই গাছের ঢালে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, বিল্লালের অভাবের সংসার ছিল। নদীতে বালু-পাথর উত্তোলন করতে পারলে জীবিকা নির্বাহ করতে পারতেন। কাজ না থাকলে এদিক-ওদিক ঋণ করে সংসার চালাতে হতো। সম্প্রতি ছোট ভাইয়ের বিয়েতেও কোনো টাকা-পয়সা দিতে পারেনি। তাই পরিবারের ধারণা, ঋণের চাপ সইতে না পেরেই হয়তো বিল্লাল আত্মহত্যা করেছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, নিহত শ্রমিকের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম