Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপির স্ত্রী হত্যা: সাভারে ১৩ বছর পর গ্রেফতার তিন

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা (উত্তর)

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৪:৩১ এএম

সাবেক এমপির স্ত্রী হত্যা: সাভারে ১৩ বছর পর গ্রেফতার তিন

সাভারের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ-সদস্য (এমপি) শামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান মজলিশ হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ১৩ বছর পর বুধবার সাভার থেকে চাঞ্চল্যকর এই মামলার আসামিদের গ্রেফতার করা হলো। 

পিবিইআই উত্তরা বিভাগের পুলিশ সুপার কুদরতে খোদা জানান, আসামি সরস্বতীকে প্রথমে বুধবার সাভারের আড়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সাভার থেকেই তার এক বোন এবং তাদের পারিবারিক সম্পর্কের দাদা সুবল দাসকে সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।  

তবে সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন, তাদেরকে গ্রেফতারের খবর আমি শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানি না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৮ জুন সাভারের প্রয়াত সাবেক সংসদ-সদস্য শামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান মজলিশকে তার বাসভবনে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। হত্যাকাণ্ডের পর তার ভাই শফিকুর রহমান সাভার থানায় হত্যা মামলা করেন।  পরবর্তীতে তদন্তের কোনো কূল-কিনারা না পেয়ে মামলাটি সিআইডিতে পাঠানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম