Logo
Logo
×

সারাদেশ

তিন জেলে নিখোঁজ সুন্দরবনে

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৯:১০ পিএম

তিন জেলে নিখোঁজ সুন্দরবনে

ফাইল ছবি

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে শ্যামনগরের তিন জেলে নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার পরিবারের সদস্যরা নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ তিন জেলে হলেন শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান, হযরত আলীর ছেলে হায়দার আলী ও গোলাম রব্বানীর ছেলে লিফন। 

পরিবারের সদস্যরা জানান, ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে দুই নৌকায় ছয় জেলে মাছ ধরতে যান। তবে ঘূর্ণিঝড় রিমালের পর থেকে ওই তিন জেলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা। তবে তাদের সঙ্গে যাওয়া অন্য নৌকার জেলেদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। 

নিখোঁজ সাইদুর রহমানের ভাই আবু সালেহ জানান, তাদের নিখোঁজের খবর সুন্দরবনের কোবাদক স্টেশনে জানানো হয়েছে। আমরা খুলনার নলিয়ান স্টেশন অফিসে যাচ্ছি। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, তিন জেলে নিখোঁজের খবর পেয়েছি। আমরা যাচাই-বাছাই করছি, কতজন গিয়েছিল এবং কতজন ফিরেছে। তথ্য পেলে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করবে বন বিভাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম