Logo
Logo
×

সারাদেশ

বন্যার কারণে সিসিক কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

Icon

সিলেট ব্যুরো 

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১২:১৯ পিএম

বন্যার কারণে সিসিক কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে বন্যা মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত জরুরি সভায় এ নির্দেশ দেওয়া হয়। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সভায় সভাপতিত্ব করেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান। 

সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় ভারপ্রাপ্ত মেয়রকে জরুরি সভা আহ্বানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দেন। 

এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম (০১৯৫৮-২৮৪৮০০) অথবা ভারপ্রাপ্ত মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভায় সিসিকের সব ওয়ার্ড কাউন্সিলরসহ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব আশিক নূর এবং বিভিন্ন শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম