Logo
Logo
×

সারাদেশ

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আসছে উট

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১১:০০ পিএম

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আসছে উট

গরু মহিষ ঘোড়ার পর প্রথমবারের মতো সুনামগঞ্জ সীমান্তে বিনাশুল্কে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় একটি উটের চালান আটক করেছে ২৮ বিজিবি সদস্যরা। এসব উটের দাম ১ কোটি ১৭ লাখ টাকা।

বুধবার সন্ধ্যায় ২৮ বিজিবি সুনামগঞ্জের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

মিডিয়া সেল জানায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি মঙ্গলবার রাতে বিনাশুল্কে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে উটের চালান নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের ডলুরা, চিনাকান্দি, মাছিমপুর বিওপির বিজিবির টহল দল অভিযানে নামে। এরপর উপজেলার রতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাখা ৭টি উট বিজিবির টহল দল আটক করে।

বুধবার জব্দ তালিকায় উটের আনুমানিক সরকারি মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ১৭ লাখ টাকা।

বুধবার সন্ধ্যায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল এসএম মাহমুদ হাসান  বলেন, জব্দকৃত উটগুলো নিলামে বিক্রির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এরপর নিলামে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম