
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৭ এএম
ফিলিস্তিনে যুদ্ধবিরতির দাবিতে সিলেটে মোমবাতি প্রজ্বালন

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ মে ২০২৪, ১০:২০ পিএম

আরও পড়ুন
১৩ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে গত সাত মাসে। তাদের প্রতি শোক ও ভালোবাসা জানানো হয়েছে সিলেটে। নিহত শিশুদের প্রতিকৃতির সামনে ফুল ও শত আলো প্রজ্বালন করে দাবি জানানো হয়েছে যুদ্ধ বন্ধের।
সিলেটের সারদা স্মৃতি কমপ্লেক্সে সম্মিলিত নাট্য পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং সুরমা রিভার ওয়াটারকিপার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে মঙ্গলবার রাতে।
মোমবাতি প্রজ্বালনে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি মোহাম্মদ জহিরুল হক শাকিল, বাপা সিলেট শাখার সহ-সভাপতি ডা. শাহ জামান চৌধুরী বাহার, সুরমা রিভার ওয়ারটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক নিরঞ্জন দে যাদু, সভাপতি রজত কান্তি গুপ্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় সী শেখর, মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান চৌধুরী, সেইভ দ্য হেরিটেজ অ্যান্ড ইনভারমেন্টের সমন্নয়ক কর্মী আব্দুল হাই আল হাদী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নখ বিজ্ঞান বিভাগের শিক্ষক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস ও পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর মাওলানা ড. মোহাম্মদ এমদাদুল হক, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, উদীচী সিলেটের সহ-সভাপতি রতন দে, পরিবেশ কর্মী রেজাউল কিবরিয়া লিমন, শিক্ষক নিরঞ্জন সরকার, নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবু, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মনির হেলাল, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, নগরনাটের সাবেক সভাপতি উজ্জ্বল চক্রবর্তী, নাট্যকর্মী অরূপ বাউল সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক রাজীব রাসেল, সাংস্কৃতিক বিদ্যালয় ঊষার পরিচালক নিগাত সাদিয়া, অ্যাথলেট আফসানা হালিমা, সুমা আক্তার, মাহিয়া জান্নাত, জোনাকি প্রমুখ।