Logo
Logo
×

সারাদেশ

প্রচারণায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৬:৫৬ পিএম

প্রচারণায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তার (৩৫) নির্বাচনি প্রচারণায় গিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। মঙ্গলবার দুপুর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় বুধবার প্রীতির সন্ধান চেয়ে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৫ জুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রীতি। নির্বাচনে প্রীতিসহ ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তারের স্বামী মাসুদ খন্দকার জানান, মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণা চালাতে যায় প্রীতি। এরপর থেকে আর প্রীতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি অবগত করা হয়। পরবর্তীতে বুধবার সকালে থানায় সাধারণ ডায়েরি করেন বলে জানান মাসুদ।

বিজয়নগর থানার অফিসার ইর্নচাজ (ওসি) আসাদুল ইসলাম জানান, প্রীতি খন্দকার নিখোঁজ মর্মে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, প্রীতিসহ মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি (হাঁস), মোসা. সুহেদা আক্তার (প্রজাপতি), প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তার (পদ্মফুল) ও শিক্ষক হালিমা আক্তার (ফুটবল)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম