Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৭:৫০ এএম

রাজশাহীতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন। শনিবার গোদাগাড়ী পৌরসভার সরমংলা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো— ওই এলাকার ইসরাফিল হোসেন বিপ্লবের ছেলে আসলাম হোসেন (৮) ও তার চাচাতো বোন মিম খাতুন (১০)। মিমের বাবার নাম আবু বক্কর সিদ্দিক।

স্থানীয়রা জানান, দুপুরে ওই দুই শিশু সরমংলা খালে গোসল করতে গিয়েছিল। তারপর তারা খালে মাছ ধরতে শুরু করে।  লম্বা সময় পরও শিশু দুটি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খালে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে।  একপর্যায়ে তারা শিশু দুটির মরদেহ পানিতে ভাসতে দেখে।  পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বলেন, ঘটনা শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম