বগুড়ার শাজাহানপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার বিকালে উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে একটি বাড়ির ওই ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করেন।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ দুটি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃতরা হলেন— বগুড়া শহরের চকসুত্রাপুর হরিজন কলোনির বাচুয়া বাঁশফোড়ের ছেলে বড়ুয়া বাঁশফোড় (৪৫) ও একই কলোনির ভাগিলাল বাঁশফোড়ের ছেলে লাঠিয়াল বাঁশফোড় (৪০)।
এলাকাবাসী নাজমুল হোসেন জানান, উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত উমর আলীর ছেলে সোহরাব আলী কাবাদুলের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার প্রয়োজন দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে পরিচ্ছন্নতাকর্মী বড়ুয়া ও লাঠিয়াল বাঁশফোড় পরিষ্কার করতে আসেন। প্রথমে একজন ট্যাংকে নামেন। তার কোনো সাড়া না পাওয়ায় অপরজন নামেন। তাদের দুজনের কোনো সাড়া না পাওয়ায় ওই এলাকার হারুণ নামে একজন ট্যাংকের ভেতরে নামার চেষ্টা করেন। কিছুদূর নামার পর তার শ্বাস কষ্ট হলে তিনি দ্রুত ওপরে উঠে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে আসেন। তারা বিকালে সেপটিক ট্যাংক থেকে দুই পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবদুর রহমান জানান, দুই পরিচ্ছন্নতাকর্মী কোনো সেফটি ব্যবহার না করেই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। কোনো বিষাক্ত গ্যাসের কারণে তারা শ্বাসরোধে মারা যেতে পারেন।
ওসি শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।