Logo
Logo
×

সারাদেশ

কালিয়াকৈর উপজেলা নির্বাচন

রাজনৈতিক গুরুকে হারিয়ে চেয়ারম্যান হলেন সেলিম

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর 

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১২:৫১ এএম

রাজনৈতিক গুরুকে হারিয়ে চেয়ারম্যান হলেন সেলিম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারকে ২১ হাজার ৬৫৭ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। তারা দুজন ছিলেন রাজনীতির মাঠে গুরু শিষ্য। এর আগে মঙ্গলবার সকাল থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১২৮টি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সেলিম আজাদ মোটারসাইকেল প্রতীক নিয়ে ৮৩ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট।

তবে এ নির্বাচনে প্রথম থেকে গুরু-শিষ্যের লড়াই জমে উঠেছিল। কখনো মিছিলে, কখনো কথার লড়াইয়ে। কামাল উদ্দিন সিকদার দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, বিভিন্ন চড়াই-উতরাই মধ্যেও সিকদার পরিবার কালিয়াকৈর আওয়ামী লীগের পাশে ছিলেন ফলে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা তার পক্ষে কাজ করেছেন। এদিকে সেলিম আজাদ তৃণমূলের প্রতি আস্থাশীল ছিল। যে অঞ্চলে ভোট বেশি সেসব এলাকায় দিনরাত সময় দিয়েছেন। ফলে সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে পেরেছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম