গহিন সুন্দরবনে রান্না করা হরিণের মাংসসহ ৩ নৌকা জব্দ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৪, ১০:৫৫ পিএম
![গহিন সুন্দরবনে রান্না করা হরিণের মাংসসহ ৩ নৌকা জব্দ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/05/20/image-807344-1716224120.jpg)
সুন্দরবনের গহিনে রান্না করা ৯ কেজি হরিণের মাংসসহ ৩টি নৌকা জব্দ করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারিরা বনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার ভোর ৫টার দিকে খুলনা রেঞ্জের অধীনে পাটকোস্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে গহিন সুন্দরবনের গোনসা খাল হতে এসব রান্না করা হরিণের মাংসসহ নৌকাগুলো জব্দ করা হয়।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। তবে এর সঙ্গে কারা জড়িত রয়েছে সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।