Logo
Logo
×

সারাদেশ

রায়পুরায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:৪৬ পিএম

রায়পুরায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরায় ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ১২টার দিকে উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশে মালবাহী একটি ট্রেন ছেড়ে আসে। সোমবার দুপুরে ট্রেনটি নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকায় পৌঁছালে পেছনের সারি থেকে দুটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন বিকাল ৩টার দিকে পৌঁছে কাজ শুরু করে। 

মেথিকান্দা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আশরাফ আলী জানান, কীভাবে ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নই আমরা। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম