Logo
Logo
×

সারাদেশ

প্রশ্নপত্র ফাঁস

পলাশে অধ্যক্ষের বরখাস্তের খুশিতে মিষ্টি বিতরণ

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৫:০৬ এএম

পলাশে অধ্যক্ষের বরখাস্তের খুশিতে মিষ্টি বিতরণ

নরসিংদীর পলাশে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অডিও ভাইরাল-কাণ্ডে ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সমালোচিত সেই অধ্যক্ষ আ ক ম রেজাউল করিমকে বরখাস্ত করা হয়েছে। 

শনিবার জেলা প্রশাসন নরসিংদীর চিঠির আলোকে মাদ্রাসার পরিচালনা পর্ষদের মিটিংয়ের সিদ্ধান্তে তাকে বরখাস্ত করা হয়। সেই সঙ্গে বিতর্কিত পরীক্ষায় নিয়োগ প্রাপ্তদের নিয়োগ স্থগিত করা হয়। 

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এলাকায় মিষ্টি বিতরণ করেন। পরে এ প্রতিষ্ঠানের আমজাদ হোসেনকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার সভাপতি আল-মুজাহিদ হোসেন তুষার।

গভর্নিং বোর্ডের একাধিক সদস্য জানান, আগের সভাপতি পদত্যাগ করায় এত দিন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। আজকের সভায় জেলা প্রশাসনের চিঠির আলোকে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর তিনটি শূন্য পদের বিপরীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ইবতেদায়ি শাখার প্রধান, কম্পিউটার অপারেটর ও ল্যাব সহকারী পদের জন্য আবেদন চাওয়া হয়। 

এরপর ২৩ ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন বিকালে কম্পিউটার অপারেটর পদে পলাশ উপজেলার তানভীর আহমেদ ও ল্যাব সহকারী পদে শিবপুর সাধারচর এলাকার ইতি আক্তারকে নির্বাচিত করা হয়। 

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ পরীক্ষার জন্য আবেদনকারীর সঙ্গে অভিযুক্ত অধ্যক্ষের ফোনে প্রশ্ন ফাঁস সংক্রান্ত কথোপকথনের অডিও ভাইরাল হলে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রকাশিত হলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আইনের আওতায় আনতে সর্বমহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম