Logo
Logo
×

সারাদেশ

কাঁকড়া ধরতে গিয়ে অপহরণ হলেন দুই বাংলাদেশি চাকমা

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১০:৪৫ পিএম

কাঁকড়া ধরতে গিয়ে অপহরণ হলেন দুই বাংলাদেশি চাকমা

ছবি: যুগান্তর

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দুই বাংলাদেশি চাকমা যুবক অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) সদস্যরা তাদের অপহরণ করেছেন। 

শনিবার বিষয়টি জানিয়ে টেকনাফ থানা ও ২ বিজিবি বরাবর লিখিত অভিযোগ করেছেন অপহূত ক্যমংখো তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা। বৃহস্পতিবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং নাফ নদীর ৫ নম্বর সুইস গেইট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ছুছিং ছা। 

অপহূতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড লম্বাঘোনা মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা (২৯), ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)।

ছুছিং ছা বলেন, আমার ছেলে ও নাতি নাফ নদীতে কঁাকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে। নদী থেকে আরসার সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে গেছে বলে জানতে পারি। তিন দিন ধরে তারা আরসার সদস্যদের কাছে জিম্মি রয়েছে।  

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, দুজন চাকমা যুবক নিখঁোজের বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম