Logo
Logo
×

সারাদেশ

ধান কেটে বাড়ি ফেরা হলো না ২ শ্রমিকের

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৮:১১ পিএম

ধান কেটে বাড়ি ফেরা হলো না ২ শ্রমিকের

ধান কেটে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন দুই শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও ১০ শ্রমিক। নিহত ২ শ্রমিকের বাড়ি কয়রা উপজেলায়। 

শনিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার তালা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনা কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ও একই উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল ইসলাম (৩৮)।

আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন তারা। তাদের কাজের পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে তারা বাড়ি ফিরছিলেন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিশচন্দ্রকাঠী এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আরও অন্তত ১০ জন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্থানীয়রা বলছেন, সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য গর্ত খুঁড়ে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম