Logo
Logo
×

সারাদেশ

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ২

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১১:৫৬ এএম

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ২

রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মী নিহত হয়েছেন। তারা হলেন- ইউপিডিএফের সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক (৪৫) ও ধন্য মনি চাকমা (৩৫)। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বড়হাড়িকাটার ভালেদীঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। লংগদু থানার ওসি মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এদিকে ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করলেও তা অস্বীকার করেছে সংগঠনটি। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

জানা যায়, ধন্য মনিকে নিয়ে ওই এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন বিদ্যাধন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাদের ওপর লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

ওসি হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ইউপিডিএফ জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা বলেন, ওই এলাকায় সন্তু গ্রুপের সাতজনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক (৪৫) ও ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন।  বিদ্যাধন কাট্টলী এলাকার সময় মনি চাকমার ছেলে এবং ধন্য মনি ধুধুকছড়া বড়হাড়িকাটা এলাকার লেংগ্যা চাকমার ছেলে। 

জেএসএস লংগদু উপজেলার নেতা মনি শংকর চাকমা বলেন, খবর শুনেছি। তবে বিস্তারিত এখনো জানা নেই। এ ধরনের ঘটনায় জেএসএস জড়িত থাকার প্রশ্নই আসে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম