এমপিকে হুমকি দিয়ে গ্রেফতার আতঙ্কে পৌর কাউন্সিলর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৪, ১২:৪৮ এএম
উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ-সদস্য রমেশ চন্দ্র সেনকে শহর থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে গ্রেফতার আতঙ্কে ভুগছেন পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।
যে কোনো সময় গ্রেফতার হতে পারেন এমন শঙ্কা জানিয়ে শুক্রবার ঠাকুরগাঁও পৌরশহরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী একান্ত সাক্ষাৎকারে বলেন, উপজেলা নির্বাচনে এমপি রমেশ চন্দ্র সেন এক প্রার্থীর পক্ষ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে বিভক্তি তৈরি করছেন। এজন্য আমি ক্ষোভ ধরে রাখতে পারিনি। ওই বক্তব্যের রেশ ধরে এখন নানা বিভ্রান্তিমূলক কথা আমার নামে ছড়ানো হচ্ছে। এ মুহূর্তে সত্যি কথা বলার জন্য যদি জেল জরিমানা হয়, তাহলে তাই হবে।
বৃহস্পতিবার এমপিকে হুমকির প্রতিবাদে সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রুহিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহেরের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতারা আবদুল কাইয়ুম চৌধুরীকে গ্রেফতারের দাবি জানান।
রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও এমপি রমেশ চন্দ্র সেনের ভাতিজা পার্থ সেন বলেন, এমপিকে হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।