Logo
Logo
×

সারাদেশ

বাগমারায় শতাধিক আমগাছ কেটে সাবাড়

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৯:৪২ পিএম

বাগমারায় শতাধিক আমগাছ কেটে সাবাড়

রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তদের প্রতিহিংসার শিকার হয়েছে শতাধিক আমগাছ। কোনো কারণ ছাড়াই পুকুরের ধারের তাজা আমগাছগুলো রাতের আঁধারে কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

গাছগুলো কাটার ফলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার কাচারী কোয়ালিপাড়া ইউনিয়নের খুঁজিপুর মধুপুর গ্রামে। এ বিষয়ে শুক্রবার বাগমারা থানায় অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, উপজেলা ভবানীগঞ্জ এলাকার মাজেদুর রহমান ও মধুপুর গ্রামের ফজেল আলী যৌথভাবে গ্রামের পার্শ্ববর্তী কাদার বিলে ১০ বিঘা জমিতে একটি পুকুর খনন করেছেন। 

পুকুরটিতে মাছ চাষের জন্য জনৈক মুনতাজ আলীকে লিজ দেওয়া হয়েছে। বছর দুয়েক আগে পুকুরের চারিধারে ফাঁকা জায়গায় মালিকরা শতাধিক আম্র্রপালি জাতের আমের চারা রোপণ করেছিলেন। গাছগুলোতে গত বছর আম হয়েছিল। এবারও আম ধরেছিল।

এদিকে বৃহস্পতিবার রাতের কোনো সময় কে বা কারা পুকুর পাড়ের শতাধিক আমগাছ কেটে সাবাড় করেছে। মালিক শুক্রবার সকালে বাগান দেখতে গিয়ে সব গাছ কাটা দেখতে পান। কেউ শক্রতা ও প্রতিহিংসায় এমন কাজ করেছে বলে মাজেদুর রহমান জানান।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার জানান, কারও নাম উল্লেখ না করে একটা অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম