Logo
Logo
×

সারাদেশ

সাড়ে ৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম বেশি

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১০:৩৩ পিএম

সাড়ে ৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম বেশি

দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মাঝে। তবে দাম বেশি পড়েছে বলে জানিয়েছেন আমদানিকারক।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

মেসার্স আরএসবি ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রথম দিন একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। 

পেঁয়াজ আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা গেল ৪ মে প্রত্যাহার করে নেওয়ার পরও ৪০% শুল্ক থাকায় নানা জল্পনা কল্পনা শেষে ১১ দিন পর মঙ্গলবার সন্ধ্যা থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এসব পেঁয়াজ ৫৫০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে; যার জন্য শুল্ক দিয়ে বন্দরেই ৭০ থেকে ৭৫ টাকা পড়ছে। যদি দুই দেশের সরকার শুল্ক কমিয়ে দেয় তাহলে আমদানিকারকরা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করতে পারবেন এবং সেই সঙ্গে পেঁয়াজের দাম কুরবানি ঈদে বাড়বে না বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম