বাথরুমের ড্রামের পানিতে শিশুর মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৪, ১০:৫৯ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় বাথরুমে রাখা পানিভর্তি ড্রামে পড়ে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম মানহা বিনতে মোস্তাফিজ। সে ওই গ্রামের মোস্তাফিজুর রহমান এবং রিচি সরকার দম্পতির মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে মা রিচি সরকার নিজ ঘরে শিশুটিকে ঘুমাতে নিয়ে গিয়ে নিজেও ঘুমিয়ে যান। দুপুর ১২টার দিকে মা ঘুম থেকে উঠে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির বাথরুমে রাখা পানিভর্তি প্লাস্টিকের ড্রামের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দ্রুত শিশুটিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের ধারণা, পানি নিয়ে খেলতে গিয়ে ড্রামের পানিতে ডুবে থাকতে পারে শিশু মানহা।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়।