Logo
Logo
×

সারাদেশ

জেলের জালে ধরা পড়ল ১১ কেজির বাগাড়

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৪:০৭ পিএম

জেলের জালে ধরা পড়ল ১১ কেজির বাগাড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে অছেল হালদারের জালে ১১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ছে। শনিবার দুপুর দেড়টার দিকে পদ্মা নদীর ৫ নম্বর ফেরিঘাটের অদূরে মাছটি ধরা পড়ে।

জেলে অছেল হালদার বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে পদ্মা নদীতে কয়েকজন সহযোগী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যাই। সকালে কোনো মাছ না ধরা না পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকি। পরে দুপুর দেড়টার দিকে জালে জোরে একটি ধাক্কা দেয়। তখন বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল টেনে তুলতেই দেখতে পাই বড় একটি বাগাড় মাছ। পরে মাছটি দুপুরের দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার আড়তে নিয়ে আসি। সেখানে ওজন দিয়ে মাছটি ১৪৫০ টাকা কেজি দরে বিক্রি করে দেই।

দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ১১ কেজি ওজনের বাগাড় মাছটি ১৫ হাজার ৯৫০ টাকায় কিনে নিয়েছি। এখন কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করে দেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম