Logo
Logo
×

সারাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙনরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৮:২৪ পিএম

দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙনরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

দৌলতদিয়া পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাটে গত শুক্রবার হঠাৎ ভাঙন শুরু হয়। সেখানে ভাঙনরোধে ফেলানো হচ্ছে জিওব্যাগ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে ভাঙনরোধে নতুন বালুভর্তি জিওব্যাগ ফেলে কাজ করছেন শ্রমিকরা।

দৌলতদিয়া বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বিষয়টি যুগান্তরকে জানান।

স্থানীয় বাসিন্দা শিল্পী বেগম বলেন, গত কয়েক দিন আগে আমাদের বাড়ির ঘরের কাছে ভাঙন শুরু হয়। সেখানে এখন জিওব্যাগ ফেলে কোনোরকম দায়সারা কাজ করা হচ্ছে। আমাদের দাবি এভাবে ভাঙনরোধ করা সম্ভব হবে না। সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা- পদ্মা নদীটা শাসনটা করে দিলে ভালো হয়।

দৌলতদিয়া ঘাট শাখার নৌযান শ্রমিক লীগের সভাপতি ও স্থানীয় সমাজসেবক তোফাজ্জেল হোসেন তপু বলেন, যেদিন দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়; সেদিনই আমি আমার নিজের কিছু টাকা দিয়ে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ করার চেষ্টা করেছি। পরে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ করে চলেছেন।

এ বিষয়ে দৌলতদিয়া বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বালুভর্তি জিওব্যাগ ফেলে কাজটি সংস্কারের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই আমরা দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করার চেষ্টা করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম