Logo
Logo
×

সারাদেশ

২ হাজার কোটি টাকা পাচার, কারাগারে থেকেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৪:৫৮ এএম

২ হাজার কোটি টাকা পাচার, কারাগারে থেকেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় কারাগারে থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন শামচুল আলম চৌধুরী। তিনি আনারস প্রতীকে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিঠু পান ৩০ হাজার ৯ ভোট। এদিকে, নির্বাচনের একদিন আগে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামচুল আলমের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ২২ এপ্রিল একই আদালত ৪৬ আসামির বিরুদ্ধে সিআইডির দেওয়া দুই হাজার কোটি টাকা পাচার মামলার সম্পূরক চার্জশিট গ্রহণ করেন। এদের মধ্যে ৩৬ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ৩০ মে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ওই ৩৬ আসামির মধ্যে শামচুল আলম ছিলেন। একই দিনে এ মামলার দুই আসামি ফরিদপুর পৌরমেয়র অমিতাব বোস এবং কাউন্সিলর গোলাম মো. নাসির জামিন পান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম