ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আল আমিন (২০) নামে এক কয়লা শ্রমিক আটক হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তের ওপার থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
আটক আল আমিন উপজেলার পুরানখালাস গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। গত কয়েক বছর ধরে তিনি উপজেলার সীমান্তগ্রাম লাকমায় বসবাস করে আসছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার টেকেরঘাট সীমান্তের একাধিক প্রত্যক্ষদর্শীরা যুগান্তরকে জানান, ২৮ বিজিবির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তের ১১৯৮ মেইন পিলারের ওয়ান-এস সাব পিলার অতিক্রম করে মঙ্গলবার বেলা ১১টার দিকে অবৈধ অনুপ্রবেশ করে ভারতের অভ্যন্তরে পাহাড়ে থাকা কোয়ারি থেকে চোরাচালানের কয়লার বস্তা আনতে যায় আল আমিন।
এরপর ভারতের বিএসএফ বড়ছড়া কোম্পানি হেডকোয়ার্টারের একটি টহল দল আল আমিনকে আটক করে নিয়ে যায়।
মঙ্গলবার বিকালে ২৮ বিজিবির সুনামগঞ্জের টেকেরঘাটের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল হোসেন যুগান্তরকে বলেন, বিএসএফের হাতে কোনো শ্রমিক আটক হয়েছে কিনা তা জানা নেই।