Logo
Logo
×

সারাদেশ

প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে, যে সিদ্ধান্ত নিল বিজিবি-বিএসএফ

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৪, ১১:০২ পিএম

প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে, যে সিদ্ধান্ত নিল বিজিবি-বিএসএফ

ছবি: সংগৃহীত

প্রেমের টানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আসা ভারতীয় খাসিয়া নারী ওয়ানপলি জিং কেমেন নংগ্রামকে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

শুক্রবার সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়। এ সময় বিজিবি, বিএসএফসহ ভারতীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিজিবি সূত্র জানায়, দোয়ারাবাজার উপজেলার কলোনি গ্রামের আবুল হাশেমের ছেলে মারুফ। সীমানে্তর ওপারে যাওয়া-আসার সুবাদে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট খাসি হিল এলাকার দুই সন্তানের জননী নংগ্রামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৮ এপ্রিল নংগ্রাম প্রেমিক মারুফের বাড়িতে চলে আসেন। তখন খাসিয়া জনগোষ্ঠী ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে বিষয়টি অবগত করেন। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে নংগ্রামকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দেয় বিজিবি। 

ওই সদ্ধিান্ত অনুযায়ী শুক্রবার আবারও বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাঁশতলা বিজিবি ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম বলেন, পতাকা বৈঠকের পর বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম