Logo
Logo
×

সারাদেশ

৪ লাখ জালনোট উদ্ধার: বিজয়নগরে তৈরি হয়ে ছড়িয়ে যেত সারা দেশে

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ মে ২০২৪, ১০:১৮ পিএম

৪ লাখ জালনোট উদ্ধার: বিজয়নগরে তৈরি হয়ে ছড়িয়ে যেত সারা দেশে

ফাইল ছবি

চার লাখ টাকার জালনোট ও নোট তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। 

আরও পড়ুন: ঘুরতে যাওয়ার কথা বলে প্রেমিকাকে বাসায় নিলেন প্রেমিক, অতঃপর...

বিজয়নগর থানাধীন কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৪ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জালটাকা ও জালনোট তৈরির স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, সাদা কাগজ, হার্ড-ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মাল্টিফ্লাগ, ইলেকট্রিক ক্যাবল, এন্টিকাটার এবং খালি জারিক্যান জব্দ করে র্যাব-৯।

আটকরা হলেন- চাদঁপুর জেলার ফরিদগঞ্জ থানার আদশা গ্রামের মৃত আব্দুর রশিদ হাজীর ছেলে মো. রাসেল হাজী (৩২), ফেনী জেলার সদর থানার আকরামপুর গ্রামের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কামালমোড়া গ্রামের সাহাব উদ্দীনের ছেলে মো. সানি মিয়া (১৯)। 

র‌্যাব -৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ৩ জন জানিয়েছে, সিলেট বিভাগসহ সারা দেশে এ চক্র জালটাকা বাজারজাত করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম