Logo
Logo
×

সারাদেশ

পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৩:৫৮ পিএম

পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সকালে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুইটিলা নামক এলাকায় পাহাড়ধস হয়।

দ্রুত স্বাভাবিক করতে সড়কের মেরামতকাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, শুক্রবার ভোরে ভারি বৃষ্টিপাতে উজান থেকে নামা পাহাড়ি ঢলে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুইটিলা এলাকায় পাহাড়ধসে বড় বড় মাটির পাথর সড়কের ওপর পড়ে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয় দিকে বহু যানবাহন আটকে পড়েছে। তবে জানমালের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে পাহাড়ধসের খবর পেয়ে ভোর থেকে সড়কের ওপর পড়া মাটি ও পাথর সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আমিন সড়ক থেকে মাটি অপসারণ ও মেরামতকাজ তদারকি করছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক বিভাগের লোকজনকে মাটি সরাতে অনুরোধ করি। সেনাবাহিনী সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছে। ভারি যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের লোকজনও কাজ করছে। দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম