পুলিশে চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
প্রকাশ: ০২ মে ২০২৪, ১১:০৩ পিএম
পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ১ সদস্যকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বুধবার রাত ৮ টার দিকে বোরহানউদ্দিন থানার এসআই জসিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করেন।
ওই প্রতারক চক্রের সদস্যের নাম মাহাবুব আলম (৫০)। সে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. রশিদ মিস্ত্রীর ছেলে।
পুলিশ জানায়, ২০ মার্চ ভোলা পুলিশ কনষ্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই নিয়োগ পরীক্ষায় প্রতারক মাহাবুব সহ একটি চক্র ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকা ৩নং ওয়ার্ডের সাইফুল্লাহর স্ত্রী ফাইজা আক্তারের ছেলেকে চাকরি দেওয়ার জন্য ১৭ লাখ টাকার চুক্তি করে।
চুক্তি করার পর দুই দফায় ১২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রের দুই সদস্য মো. মামুন ও মাহাবুব। মাহাবুবকে আটক করলেও প্রতারক চক্রের মূল হোতা মামুন টাকা নেওয়ার পর থেকে লাপাত্তা।
ভুক্তভোগী ফাইজা আক্তার জানান, চক্রটি আমার ছেলেকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ছলে বলে কৌশলে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে আমাকে সর্বশান্ত করেছে। কোন উপায় না পেয়ে আমি থানায় মামলা করি।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির (বিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রতারণা মামলায় মাহাবুব নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশে চাকরি পেতে অনলাইনে মাত্র ১৬৪ টাকা খরচ হয়। এর বাইরে কেউ যদি বাড়তি টাকা দিয়ে পুলিশে নিয়োগে প্রতারণার স্বীকার হয়, তাকে সর্ব প্রকার আইনি সহায়তা দেওয়া হবে।