Logo
Logo
×

সারাদেশ

স্কুলশিক্ষক রতন এখন পানির ফেরিওয়ালা!

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৬:৩২ পিএম

স্কুলশিক্ষক রতন এখন পানির ফেরিওয়ালা!

তীব্র তাপপ্রবাহে অগভীর নলকূপ, টিউবওয়েল, মোটর পাম্পে পানি উঠছে না। অনাবৃষ্টি ও অতি খরার কারণে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে পানির সংকট। এতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

এ সময় রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এশিয়া ব্যাংকের বাউসা বাজার এজেন্ট শাখার পরিচালক রতন কুমার ভৌমিক ভ্রাম্যমাণ ভ্যান গাড়িতে এক হাজার লিটারের ট্যাংকে পানি নিয়ে গ্রামে গ্রামে সরবরাহ করছেন। তিনি নিজ অর্থায়নে এক সপ্তাহ যাবত এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। বিনামূল্যে পানি সরবরাহ করছেন তিনি। স্কুলশিক্ষক রতন এখন পানির ফেরিওয়ালা হয়ে উঠেছেন।

উপজেলার বাউসা বাজারে নিজের সাব-মারসেবল থেকে পানি নিয়ে আড়ানী রেল স্টেশন, নূননগর, বেড়েরবাড়ি, হরিপুর, বাউসা ইউনিয়নের বাউসা বেনুপুর, হাট বাউসা, বাউসা মিয়াপাড়া, টাউরিপাড়া, তেনাচুরা, সরকারপাড়া, ভেড়ালিপাড়া, পূর্বপাড়া গ্রামে প্রতিদিন পানি সরবরাহ করছেন।

এ বিষয়ে হাটপাড়া বাউসা গ্রামের রোজিনা বেগম বলেন, আমার গ্রামের কোনো টিউবওয়েলে পানি উঠছে না, সাংসারিক নানা প্রয়োজনে পানি দরকার। এ সময় রতন দা প্রতিদিন পানি সরবরাহ করছেন। এতে আমরা উপকৃত হচ্ছি।

বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, পানি সংকট নিরসনে রতন কুমার ভৌমিকের এমন উদ্যোগে সাধুবাদ জানাই। সমাজের বৃত্তবান, রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজকর্মীদের পানি সংকট মোকাবেলায় এগিয়ে আসা উচিত বলে মনে করি।

এ বিষয়ে রতন কুমার ভৌমিক বলেন, মানুষ চাইলেও প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে পারছেন না। জনস্বার্থে নিজ অর্থায়নে চারটি ভ্যানে করে প্রতিদিন পানি সরবরাহ করছি। পানি সংকট থাকা পর্যন্ত নিয়মিত পানি সরবরাহ করে যাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শুনেছি রতন কুমার ভৌমিক নামের এক স্কুলশিক্ষক ভ্যান গাড়িতে করে গ্রামে গ্রামে নিজ উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম