মুক্তাগাছায় সার্জেন্টের ফিসারিতে দুর্বৃত্তদের আগুন
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৬:১৩ পিএম
ময়মনসিংহের মুক্তাগাছায় অবসরপ্রাপ্ত এক সার্জেন্টের ফিসারিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার গাড়াইকুটি এলাকায় রোববার দিবাগত রাতে মো. ইউনূছ আলীর ফিসারিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সরেজমিনে গাড়াইকুটি গিয়ে এবং অভিযোগ সূত্রে জানা যায়, ফিসারির মালিক ইউনূছ আলীর ফিসারিজ দেখাশোনা শেষে রোববার রাত ১০ টার দিকে বাড়িতে চলে আসেন। পরের দিন সকাল সাড়ে ৭ টার দিকে ফিসারিতে গিয়ে দেখতে পান যে, কে বা কারা ফিসারির চারদিকে নেটের বেড়া আগুন দিয়া পুড়িয়ে দিয়েছে। এতে নেটের বেড়াসহ বেশকিছু গাছ পুড়ে গেছে। প্রায় লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ইউনূছ আলী।
এ প্রসঙ্গে অবসর পাওয়া সার্জেন্ট ইউনূছ আলী যুগান্তরকে বলেন,শত্রুতা করে কে বা কারা আমার ফিসারিতে আগুন দিয়েছে তা আমার জানা নাই। আগুনে আমার লাখ টাকার মত ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ঘটনায় বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।