আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থীকে জরিমানা
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পিএম
মীরসরাই উপজেলা পরিষদের সরকারি কার্যালয় এলাকায় নির্বাচনি প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলার নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি কুলসুম চম্পা (পদ্মফুল) তার নির্বাচনি প্রচারপত্র বিলি করছিলেন উপজেলা পরিষদ প্রাঙ্গণের বিভিন্ন সরকারি কার্যালয়ে।
খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী। এ সময় তিনি ওই প্রার্থীকে সরকারি অফিসের সামনে নির্বাচনি প্রচারণার দায়ে ২০ হাজার টাকা নগদ জরিমানা করেন।