Logo
Logo
×

সারাদেশ

রামেক হাসপাতালের বেড কেনায় অনিয়ম অনুসন্ধানে দুদক

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পিএম

রামেক হাসপাতালের বেড কেনায় অনিয়ম অনুসন্ধানে দুদক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। করোনাকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড কেনাকাটার অনিয়মের অভিযোগে রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন।

দুদক কর্মকর্তারা প্রশাসন ভবনে প্রবেশের পর সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল কুদ্দুস মণ্ডলের কক্ষে প্রবেশ করেন এবং বিভিন্ন নথিপত্র দেখেন। পরে কিছু নথিপত্র নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় দুদক কর্মকর্তা আমির হোসাইন বলেন, করোনাকালে আইসিইউ বেড কেনাকাটায় অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়েছে। তারা বেশ কিছু নথিপত্র নিয়েছেন। অভিযোগের সঙ্গে এসব নথিপত্র যাচাইবাছাই করা হবে। যাচাইবাছাই শেষে জেলা সমন্বিত কার্যালয় থেকে দুদক প্রধান কার্যালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। এগুলো পর্যবেক্ষণ শেষে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম