Logo
Logo
×

সারাদেশ

‘হিট স্ট্রোকে’ অটোচালকের মৃত্যু

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পিএম

‘হিট স্ট্রোকে’ অটোচালকের মৃত্যু

‘প্রচণ্ড গরমের’ কারণে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রাশেদুল ইসলাম (৫২) নামে এক ব্যাটারিচালিত অটোচালকের। স্থানীয়দের ধারণা ‘হিট স্টোকে’ তার মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার চামটাহাট এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তিনি এক সময় পেপার বিক্রেতা ছিলেন। 

জানা যায়, শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে ভোটমারী গোলাম মূর্তজা ক্লিনিকের এক চিকিৎসকের প্রচারণায় মাইকিং করতে বেরিয়ে পড়েন রাশেদুল। দুপুরের দিকে উপজেলার চামটাহাটের একটি হোটেলে খাবার খান। খাবার শেষে পাশেই একটি দোকান থেকে পান নিয়ে মুখে দিয়ে তার অটোরিকশার কাছে যেতে না যেতেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাশেদুল।

হাতীবান্ধার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রাশেদুল। পরে সেখানে ‘হিট স্ট্রোক’ করে মারা যান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম