দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন: ইসি হাবিব
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫২ পিএম
![দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন: ইসি হাবিব](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/26/image-798912-1714150321.jpg)
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের তাৎপর্য অনেক। দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন। আর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।
শুক্রবার বিকালে বরিশাল নগরীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
আহসান হাবিব খান আরও বলেন, সব প্রার্থীই আমাদের কাছে সমান। কাউকে ছোট-বড় করে দেখার সুযোগ নেই। কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে।
সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বরিশাল জেলার সদর উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলার সব চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।